Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

১। প্রশিক্ষণ

২। ঋণ

৩। সংগঠন তালিকাভূক্তি

৪। সরকারের অন্যান্য দায়িত্বাবলী

 

 

যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব সংগঠন সমূহের মধ্যে কর্মসূচী ভিত্তিক নেটওয়াকিং জোরদার করন প্রকল্প

ক্লাব ভিত্তিক যুব কর্মসূচি সারাদেশে সমপ্রসারন ও জোরদার করনের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারী সেচ্চাসেবী যুব সংগঠনের মধ্যে কর্মসূচি ভিত্তিক নেটওয়ারকিং জোরদার করা এ প্রকল্পের মূল লক্ষ্য। নির্বাচিত যুব সংগঠনের সহায়তায় বেকার যুবদের কম্পিউটারসহ  বিভিন্ন প্রকার ট্রেডে ও সচেতনতা মূলক প্রশিক্ষণে প্রশিক্ষিত  করে  আত্নকর্মসংস্থানে ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ও সমাজ গঠনে উদ্ধুদ্ধ  করা হয় ।

যুব ক্লাব তালিকাভূক্ত করন ও অনুদান কর্মসূচী

যুব সংগঠন সমূহকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দেশের আর্থসামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত করনের মূল দায়িত্ব যুব উন্নয়ন অধিদপ্তর করে থাকে। তালিকাভূকাত বিভিন্ন ক্লাব থেকে এক/একাধিক ক্লাব/সংস্থা/সমিতি কে বৎসরে ১০,০০০/= থেকে ২৫০০০/= টাকা পর্যমত্ম অনুদান প্রদান করা হয়।