Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

ক্রমিক নম্বর

নাগরিকের সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি ও সময়সীমা

সেবাপ্রাপ্তির স্থান/কর্মকর্তা।

০১

 বেকার যুবক ও যুব মহিলাদের দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ কর্মসূচী:-

(ক) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স সমূহ:- হাস মুরগী পালন, ছাগল পালন, মৎস্য চাষ,মাশরুম চাষ, নার্সারী, গবাদি পশু মোটা তাজা করণ , হস্তশিল্প সহ স্থানীয চাহিদা ভিত্তিতে গৃহিত অন্যন্য বিষয়ে স্বল্প মেয়াদি প্রশিক্ষন কোর্স

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্স সমুহের মেয়াদ ০৭ দিন থেকে ৩০ দিন। এটি অনাবাসিক প্রশিক্ষন এবং এ প্রশিক্ষন গ্রহণের জন্য কোন ফি দিতে হয় না। উপজেলা পর্যায়ে স্থানীয়  চাহিদা ভিত্তিতে এ প্রশিক্ষন কোর্স পরিচালনা হয়েথাকে।  নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেনী পাশ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে যুব সংঠনের সহযোগীতায় প্রশিক্ষন সম্পন্ন হয়/ উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ।

 

০২

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স সমূহ

ক) পোশাক তৈরী প্রশিক্ষণ কোর্স -কোর্সের মেয়াদ ০৩ মাস / ০৬ মাস ।

খ) মডার্ন অফিস ম্যানেজম্যান্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশান কোর্স । কোর্সের মেয়াদ ০৬ মাস ।

গ) কম্পিউটার বেসিক কোর্স । কোর্সের মেয়াদ ০৬ মাস।

ঘ) মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্স । কোর্সের  মেয়াদ ০১ মাস ।

ঙ) ইলেকট্র্নিক্র প্রশিক্ষণ কোর্স । কোর্সের মেয়াদ ০৬ মাস।  

চ) ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং। কোর্সের মেয়াদ ০৬ মাস।

ছ) রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশানিং কোর্স্। কোর্সের মেয়াদ ০৬ মাস। 

প্রধান কার্যালয় ও জেলা কার্যালয় কতৃক বিজ্ঞপ্তি প্রকাশের পর বামপার্শে বর্ণিত প্রশিক্ষণ কোর্সসমূহের জন্য যুবক/যুবমহিলা গন(১৮-৩৫)বৎসর আবেদন করলে উপজেলা কার্যলয়ের মাধ্যমে জেলা কার্যলয়ে প্রেরণ করা হয় 

উপ-পরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর ফেনী ।

ফোনঃ-০৩৩১-৭৩৫৪৩

০৩

পশুপালন, মৎস্যচাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।

মেয়াদ ২মাস ১৫ দিন এটি আবাসিক প্রশিক্ষণ কোর্স প্রত্যেক প্রশিক্ষনাথীর থাকা খাওয়া বাবদ মাসিক ১২০০/- টাকা হারে সরকারী বরাদ্দ আছে। নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেনী পাশ। প্রধানকার্যালয়ের বিজ্ঞপ্তি প্রকাশের পর উপজেলা ও জেলা কার্যালায় মাধ্যমে প্রশিক্ষনাথীর যুব প্রশিক্ষণ কেন্দ্র পাঠানো হয়।

যুব প্রশিক্ষণ কেদ্র ফূলগাজী ফেনী।

০৪

ক) প্রশিক্ষিত যুবকদের আত্নকর্মসংস্থান কর্মসূচি

প্রশিক্ষিত যুবকদের যুব ঋণ সহায়তা ও উদ্ধুকরনের মাধ্যমে আত্নকর্মে নিয়োজিত করা হয় । এ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

০৫

যুব ঋণ কর্মসূচী:-

এ কর্মসূচীর আওতায় প্রশিক্ষিত বেকার যুবকদের আত্ন- কর্মসংস্থানের লক্ষ্যে প্রতিষ্ঠানিক/অপ্রাতিষ্ঠানিক ট্রেডে একক ( ব্যক্তিকে)ঋণ প্রদান কারা হয়। প্রাতিষ্ঠানিক ট্রেডে ১০,০০০/- তেকে ৫০,০০০/- টকা পর্যন্ত এবং অপ্রতিষ্ঠনিক ট্রেডে ৫,০০০/- থেকে  ২৫,০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। এ ঋণ পেতে সময় লাগে সর্বোচ্চ ০১ মাস ০৭ দিন। জেলা উপজেলায় ২ টি কমিটির মাধ্যমে যথাক্রমে প্রাতিষ্ঠানিক ও  অপ্রাতিষ্ঠানিক ঋণ অনুমোদন করা হয়।এ ঋণের ১০% হারে ক্রম হ্রাসমান পদ্ধতিতে সার্ভিস র্চাজ আদায় করা হয়।ঋন গ্রহণের পর ৩ মাস গ্রেস পিরিয়ূড দেওয়া হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয় ফেনী সদর ও উপ-পরিচালকের কার্যালয় ফেনী।

০৬

যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারী সেচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যে কর্মসূচী ভিত্তক নেটওয়ার্কিং জোরদার করণ প্রকল্প:-

ক্লাব ভিত্তিক যুব কর্মসূচী সারা দেশে সম্পসারণ ও জোরদার কারণের মাধ্যেমে কমসূচী ভিত্তিক নেটওয়ার্কিং জোরদার করা এ প্রক্লপের মূল লক্ষ্য। অত্র উপজেলায় ২টি যুব সংগঠনের মাধ্যেমে কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয় ফেনী সদর ও উপ-পরিচালকের কার্যালয় ফেনী।

০৭

যুব সংগঠন তালিকা ভুক্তিকরণ

বেসরকারী যুব সংগঠন সমূহকে দেশের উন্নয়ন কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ গ্রহন করানোর লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর এদের তালিকা ভুক্তির কাজ করছে।এ যাবত ফেনী সদর উপজেলায়  ৩২ টি বেসরকারী যুব সংগঠনকে তালিকাভূক্ত করা হয়েছে। 

 

০৮

অনুদান প্রদান

তালিকাভূক্ত বেসরকারী যুব সংগঠন সমুহকে কর্মসূচী বাস্তবায়নের জন্য যুবও ক্রীরা মন্ত্রণালয় থেকে প্রতিবছর আর্থিক সহাতায় প্রদান করা হয়  । উপজেলায় কার্যালয় থেকে আবেদন ফরম বিতরান করা হয় এবং ফরম পুরনে সহায়তা করা হয়।জেলা কার্যালায়ের মাধ্যমে প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয় ফেনী সদর ও উপ-পরিচালকের কার্যালায় ফেনী।